Rajab 1429   ||   July 2008

আলকাউসারের কাছে আমাদের প্রত্যাশা

মুহতারাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর কৃতজ্ঞতা জানাই যে, তিনি আপনাদের মাধ্যমে আলকাউসারের মতো একটি গুরুত্বপুর্ণ পত্রিকা প্রকাশ করাচ্ছেন। আমাদের কাছে পত্রিকাটি খুবই প্রিয়। এরকম একটি পত্রিকা আমাদের সামনে পেশ করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাতে হয়। পত্রিকাটির প্রতিটি বিভাগই ভালো লাগে তবে বিশেষ উপকার হয় প্রশ্নোত্তর বিভাগ দ্বারা। কেননা এই বিভাগটি আমাদের মতো সাধারণ মানুষের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে। এর দ্বারা আমরা আমাদের না জানা অনেক কিছু জানতে পারি। আমি এবং আমার মতো অনেক কলেজ, ভার্সিটি পড়ুয়া ছাত্র আছে যারা দ্বীনের বিবিধ বিষয়ে জানতে সদা উন্মুখ থাকে। আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে, আলকাউসার সেই চাহিদা পূরণ করছে। আমি এখন দ্বীন সম্পর্কে জানার বিষয়গুলোতে আলকাউসারের দ্বারস্থ হই। আমি আপনাদের পাঠক হিসেবে আপনাদের পরিবারের একজন সদস্য। আপনাদের কাছে আমি দোয়া চাই যাতে আমি ইহকাল ও পরকালীন জীবনে সফলতা লাভ করতে পারি। পরিশেষে আমি আপনাদের সর্বাত্মক সফলতা কামনা করি এবং আল্লাহর কাছে দুয়া করি যাতে এই পত্রিকা কিয়ামত পর্যন্ত আমাদের মাঝে যিন্দা থাকে এবং কুরআন-হাদীস অনুযায়ী আমাদের জীবন গড়ার কাজে সহায়তা করে। আমীন

মুহাম্মাদ শিমুল পারভেজ

বেলকুচি, সিরাজগঞ্জ                          

 

advertisement