Rajab 1429   ||   July 2008

মাসিক আলকাউসার আত্মার প্রশান্তি

প্রিয় বন্ধু!২০০৫ সালের কোনো এক শুভমুহূর্তে তোমার সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে। আমি জানতাম না তোমার কথা। হঠাৎ করেই তোমার দেখা পেলাম এবং আনন্দে আত্মহারা হলাম। কারণ আমি যে তোমাকেই খুঁজছিলাম। তোমার অপেক্ষায় প্রহর গুনছিলাম। আমার স্বপ্ন ছিল, এমন একটি সাময়িকী হাতে পাওয়ার, যা থেকে ফুটে উঠবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ, খোলাফায়ে রাশেদীনের সোনালী আদর্শ, আকাবিরে দেওবন্দের বিপ্লবী চেতনা, মনের জিজ্ঞাসাগুলোর কাঙ্খিত জবাব, অস্পষ্ট বিষয়সমূহের সঠিক বিশ্লেষণ, সকল ভ্রান্ত মতবাদের দালিলিক খন্ডন, ইসলামী ও ধর্মীয় বিষয়াদির তথ্যভিত্তিক আলোচনা, ইসলাম বিরোধী চক্রসমূহের পরিচয় ও তার প্রতিকার ব্যবস্থা, ব্যাংক, বীমা, শেয়ার বাজার ও চিকিৎসা বিষয়ক জটিল সমস্যাবলির ফিকহী সমাধান।

প্রিয় বন্ধু! তোমাকে পেয়ে আমার বিশ্বাস হয়েছিল, তোমাকে দিয়েই সত্য হতে পারে আমার সোনালী স্বপ্ন। তাই প্রথম পরিচয়ের দিনই আমার হৃদয়ের ভালোবাসা তুমি, আমার আত্মার প্রশান্তি তুমি। তুমি আমার পথের আলো, আমাদের আগামী দিনের দিশারী।

মুহাম্মদ মামুন ফরিদী

জামিআ রাহমানিয়া আরাবিয়া

মুহাম্মদপুর, ঢাকা

 

advertisement