Ramadan 1429   ||   September 2008

অনন্য আলকাউসার

আলকাউসারের উদ্বোধনী সংখ্যা হতেই আমি একজন নিয়মিত পাঠক। আলকাউসারকে আমার সঙ্গীও বলা যেতে পারে। হাতের সংখ্যাটি পড়া শেষ হতে না হতেই মনে উঁকি দিতে থাকে পরবর্তী সংখ্যার প্রতীক্ষা। যদি অনিবার্য কারণে ডাক পৌঁছতে বিলম্ব হয় মন আশাহত হয়, অধীর হয়। আমার এই জীবনে অনেক পত্র-পত্রিকা পড়েছি, এখনও পড়ি কিন্তু আলকাউসার পড়ে যারপরনাই উপকৃত হয়েছি। আধুনিক সমস্যার সমাধানে এর জুড়ি নেই। বিশেষত হাদীস ও ফিকহ শাস্ত্রের তীক্ষ্ম ও জটিল বিষয়াদির বাস্তবধর্মী বিশ্লেষণ ও সহজ-সরল উপস্থাপনা আমাকে মুগ্ধ করে। প্রতিটি কলামই তথ্য, তত্ত্ব ও প্রমাণসমৃদ্ধ। বিশেষত মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক, মাওলানা আবু তাহের মিছবাহ ও মুফতী আবুল  হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ দা.বা-এর লেখাগুলো আলকাউসারকে পত্রিকাভূবনে অনন্যতায় উন্নীত করেছে। পরিশেষে আলকাউসারের অগ্রযাত্রা কামনা করে এখানেই শেষ করছি।

বোরহানুদ্দীন আহমদ

আলকাউসার পাঠক ফোরাম

তাড়াইল, কিশোরগঞ্জ

 

advertisement