Ramadan 1429   ||   September 2008

একটি বিনীত নিবেদন

আলকাউসার   পরিবারকে   জানাই   আন্তরিক মোবারকবাদ। আলকাউসার তার হাজারো পাঠকের প্রাণ জুড়াচ্ছে। অসংখ্য তালেবে ইলম সঠিক দিক-নির্দেশনা লাভ করে ধন্য হচ্ছে। এছাড়া আলকাউসারের রয়েছে আরো কিছু অনন্য গুণ যা প্রত্যেক পাঠক অবগত আছেন। আমরা আলকাউসার কর্তৃপক্ষের কাছে আরেকটি বিনীত নিবেদন জানাই।

আলকাউসারে কিতাবপত্র নামে একটি স্বতন্ত্র বিভাগ খোলা হোক, যাতে প্রাচীন দুর্লভ কিতাবাদির পরিচয় যেমন তুলে ধরা হবে তেমনি বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ, তথ্যসমৃদ্ধ কোনো মূল্যবান গ্রন্থ প্রকাশিত হলে তারও পরিচয় প্রদান করা হবে। এর মাধ্যমে কিতাবের পরিচয় যেমন ঘটবে তেমনি মনীষীদের পরিচয়ও জানা যাবে। এ বিভাগের পূর্ণ রূপরেখা কী হবে তা অভিজ্ঞ কর্তৃপক্ষই নির্ধারণ করবেন। আমরা শুধু একটি প্রত্যাশা ব্যক্ত করলাম। আমরা আশা করি, সহজ, সংক্ষেপ উপস্থাপনার মাধ্যমে এ রকম একটি বিভাগ নিয়মিত চালু হলে তালেবে ইলমরা আরো বেশি উপকৃত হবে। ইনশাআল্লাহ।

পরিশেষে সকল পাঠকের কাছে অনুরোধ জানাই, আসুন আমরা আলকাউসারের কল্যাণ ও প্রয়োজনীয়তা সবার সামনে তুলে ধরতে সচেষ্ট হই। যাতে আলকাউসারের অমিয়-ধারা আরো অগণিত হৃদয়ের তৃষ্ণা নিবারণ করতে পারে।

শাহাদাত হুসাইন

১০১ হাজারীবাগ, ঢাকা-১২০৯

 

advertisement