Zilqad 1429   ||   November 2008

এটা হাদীস নয়

 

কারো কারো মুখে শোনা যায় যে, তারা

ولدت في زمان الملك العادل نوشيروان

  (আমার জন্ম হয়েছে ন্যায়পরায়ণ শাসক নওশেরওঁয়ার যুগে) এই বাক্যটাকে হাদীস মনে করেন এবং এই কথাটাকে সঠিক মনে করেন অথচ এটা একটা ভিত্তিহীন বর্ণনা এবং যেমন মুহাদ্দিস ছনআনী প্রমুখ বলেছেন, এটা একটা মওযূ রেওয়ায়েত। এ প্রসঙ্গে হালীমী রাহ সুন্দর কথা বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের ও মুশরিককে কীভাবে আদিল বলতে পারেন?

ইসলামের দৃষ্টিতে ন্যায়পরায়ণতা একটি ব্যাপক অর্থবোধক শব্দ। আল্লাহর হক ও বান্দার আদায় করা দুটোই এর জন্য অপরিহার্য। এ জন্য আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া এবং শরীয়তের বিধান অনুসারে প্রজাসাধারণের হক আদায় করা ছাড়া ন্যায়পরায়ণ উপাধী লাভ করার সুযোগ নেই।

আলমাকাসিদুল হাসানা, সাখাবী পৃ. ৪৫৪; আলমাসনূ মোল্লা আলী ক্বারী পৃ. ২০৪ কাশফুল খাফা আজলূনী ২/৩০৮

 

 

advertisement