Zilqad 1429   ||   November 2008

শিকারের ক্ষেত্রভূমি

এ পৃথিবী আজ শিকারের ক্ষেত্রভূমিতে পরিণত হয়েছে, শিকারীরা হাতিয়ার নিয়ে বের হয়ে আসছে আর বিভিন্ন জাতির মাঝে শিকারসমূহ ধরতে চলে যাচ্ছে। আজকের বড় শক্তিগুলোর কাছে প্রাচ্যের জাতিসমূহের মূল্য, মুসলিম দেশগুলোর মূল্য কেবল এতটুকুই যে, সেসব দেশ থেকে কাঁচামালটুকু যেন তাদের জুটে যায়, পেট্রল হাতে এসে যায়। যদি কোথাও কোনো যুদ্ধ বেধে যায় তাহলে তাদের দিয়ে দুশমনদের মোকাবেলা করা যায়, তাদেরকে নিজেদের সেপাই বানাতে পারে। এরা যেন তাদের রান্নাঘরের লাকড়িমাত্র। এ ছাড়া কোনো মূল্য তাদের বড় রাষ্ট্রগুলোর কাছে নেই, আপনারা বিশ্বাস করুন।

আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী

(দাওয়াতে ফিক ও আমল থেকে)

 

advertisement