Zilhajj 1429   ||   December 2008

শুভেচ্ছা জানাই

অন্তরেরর অন্তস্থল হতে জানাই হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শুভেচ্ছা। পত্রিকার সবগুলো লেখাই আমার নিকট অত্যন্ত ভালো লাগে। কর্ম জীবনের ব্যস্ততার মাঝে যতটুকু সময় পাই তার মধ্যে এক পৃষ্ঠা-দুই পৃষ্ঠা করে পড়ে আত্মাকে শান্তি দেই। ধর্মীয় বিষয়াদির তথ্য ভিত্তিক আলোচনা, ইসলাম বিরোধী চক্রসমূহের পরিচয় ও তার প্রতিকার ব্যবস্থা, জটিল সমস্যাবলির ফিকহী সমাধান ও সহজ-সরল উপস্থাপনা আমাকে মুগ্ধ করে। তাই এ পত্রিকা যেভাবে দ্রুত উন্নতি ঘটছে আমি আশাবাদী একদিন আলকাউসার সেরা ইসলামী পত্রিকা হিসেবে স্বীকৃতি পাবে। বর্তমান যুগ প্রচার মাধ্যমের যুগ। তাই ইসলাম বিরোধী চক্রের মোকাবেলা প্রচার প্রসারের মাধ্যমেই করতে হবে।  আশা করি তাওহীদী জনতার হৃদয়ের স্পন্দন মাসিক আলকাউসার বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ।

মহান আল্লাহ তাআলার দরবারে এই কামনা করি, পত্রিকাটি দীর্ঘজীবী হোক।

মুহাম্মাদ আবদুর রশীদ

ভবানীপুর, সীমাখালী

বাঘারপাড়া, যশোর

 

advertisement