Zilhajj 1429   ||   December 2008

ক্ষমা করো আমায়

মুহাম্মাদ হাসান

ওই আকাশ, চাঁদ সূরুয,

তারা আগনন

সদা করিছে তোমার

প্রশংসা বর্ণন

সীমাহীন দিগন্তে ওই

মেঘ রাশি রাশি

গাইছে কেবলি তব

মহিমা অহর্নিশি।

এই ধরনী, বৃক্ষরাজি

আর বনবনানী

জপিছে তাসবীহ; তোমার

দিবস রজনী

পাহাড়-পর্বত সাগর,

বহতা নদী

সগৌরবে করিছে ঘোষণা

তব জয়ধ্বনি

যত আছে পশু-পাখি

হিস্র্শ্বাপদ, হয়েনা

সবি তোমার অনুগত

অবাধ্য কভু হয় না

শুধু অকৃতজ্ঞ, অবাধ্য,

আমি মানব সন্তান,

দেখাই শুধু ধৃষ্টতা,

সদা থাকি নাফরমান

জানি, আমার এ কসুর;

সব ক্ষমাহীন।

ক্ষমা চাই, আমি যে

নিঃস্ব দীনহীন।

ক্ষমা চাই করজোড়,

আমি অসহায় ইনসান

ক্ষমা করো আমায়

হে করুনাময় মেহেরবান।

 

advertisement