Muharram 1430   ||   January 2009

একটি ভুল ধারণা : হারাম শরীফে একটি গুনাহও কি লক্ষ গুনাহর মতো?

হারাম শরীফে এক ব্যক্তি অন্য আরেকজনকে বলছিলেন যে, হারাম শরীফের একটি গুনাহ এক লক্ষ গুনাহর সমান। এদিকেও আমাদের লক্ষ রাখা দরকার।

মসজিদে হারামে এক রাকাত নামায এক লক্ষ রাকাতের সমান-এ কথা সহীহ হাদীসে আছে। তবে মসজিদের বাইরে ও পুরো হারাম শরীফে এই ছওয়াব পাওয়া যাবে এটা কোনো সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়। কিন্তু ঐ লোকটি ছওয়াবের সঙ্গে তুলনা করে গুনাহকেও এক লক্ষ বানিয়ে দিয়েছে, সেও আবার পুরো হারাম শরীফে, অথচ আল্লাহ তাআলা রাহমান ও রহীম, তিনি বান্দাদের ছওয়াব বাড়িয়ে দেন। একটি ছওয়াবের কাজে কমপক্ষে দশটি ছওয়াব দান করেন। এক রাকাতকে হাজার রাকাতের সমান করে দেন, লক্ষ রাকাতের সমান করে দেন। কিন্তু গুনাহের ক্ষেত্রে তার নীতি হল একটি গুনাহ একটিই গণ্য হয়। তবে একথা ভিন্ন যে, কেউ হারাম শরীফে গুনাহ করলে হারাম শরীফের সম্মান ক্ষুণ্ণ করার অপরাধও তার উপর বর্তায়। তবে এর অর্থ এই নয় যে, ওখানে এক গুনাহ করার দ্বারা এক লক্ষ গুনাহ লেখা হবে।

 


 

advertisement