Rabiul Akhir 1430   ||   April 2009

কিছু পংক্তি

وإنا لفي الدنيا كركب سفينة + نظن وقوفا والزمان بنا يجري!

পৃথিবীর জীবনে আমরা যেন একদল নৌকার আরোহী। মনে হয় স্থির অথচ সময় আমাদের নিয়ে এগিয়ে চলেছে।

وإنا لنفرح بالأيام نقطعها + وكل يوم مضى يدني من الأجل

দিনগুলো কেটে যাচ্ছে বলে আমরা কতই না আনন্দিত! অথচ প্রতিটি চলে যাওয়া দিন আমাদেরকে মৃত্যুর নিকটবর্তী করে দিচ্ছে।

الوقت أنفس ما عنيت بحفظه + وأراه أسهل ما عليك يضيع

তুমি যা কিছু সযত্নে সংরক্ষণ করবে তার মধ্যে সময়ই ছিল সবচেয়ে মূল্যবান অথচ এটাই তোমার কাছে সবচেয়ে মূল্যহীনভাবে বিনষ্ট হয়ে যায়।

 

advertisement