Rajab 1436   ||   May 2015

কর্ম দ্বারা শিক্ষা

Mawlana Muhammad Zakaria Abdullah

পিতা-মাতা সন্তানের প্রথম আদর্শ। তাদের আচরণ উচ্চারণের অনুকরণে শিশুর আচরণ-উচ্চারণ গড়ে ওঠে। বস্তুত অনুকরণই তার শেখার সূত্র। একারণে শিশুর তারবিয়তের প্রথম ও প্রধান উপায় হচ্ছে তার সামনে উত্তম নমুনা উপস্থাপন করা।

হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রা. বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

 مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ.

অর্থাৎ যে ইসলামে কোনো সুন্দর ধারার প্রবর্তন করে অতপর তা অনুসরণ করা হয় তো প্রবর্তকের জন্যও অনুসরণকারীর সমপরিমাণ ছওয়াব লিখিত হয়। অথচ ওদের ছওয়াব কিছুমাত্রও হ্রাস পায় না। পক্ষান্তরে যে ইসলামে কোনো মন্দ ধারা প্রবর্তন করে এরপর তার অনুসরণ করা হয় তো সেই প্রবর্তকের জন্যও অনুসরণকারীদের সমপরিমাণ গোনাহ লিখিত হয়। যদিও ওদের গোনাহ কিছুমাত্রও হ্রাস পায় না। -সহীহ মুসলিম, কিতাবুল ইলম, হাদীস ১০১৭

সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির ইবনে রাবীআ রা. বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে এলন। আমি তখন ছোট। আমি খেলতে বের হয়ে যাচ্ছিলাম। আম্মা বললেন, এসো, আমি তোমাকে একটি জিনিস দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কী দেবে? মা বললেন, একটি খেজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, أما إنك لو لم تفعلي كتبت عليك كذبة.

দেখ, তোমার যদি খেজুর দেওয়ার ইচ্ছা না থাকত তাহলে তোমার আমলনামায় একটি মিথ্যা লিখিত হত। -মুসনাদে আহমদ ৩/৪৪৭; সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৯১

মুহাদ্দিস আজলূনী বলেন, سنده حسن এ বর্ণনার সনদ হাসান। -কাশফুল খাফা ২/১৮৭

এ হাদীস থেকে বোঝা গেল, শিশুদেরকেও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া জায়েয নয়। প্রতিশ্রুতি দিলে তা পূরণ করতে হবে। বড়দের আচরণ থেকে শিশুর আচরণ গঠিত হয়।

শিশু যদি বাবা-মা ও বড়দের ভালো আচরণের অনুকরণ করে তাহলে বড়রাও এর ছওয়াব পাবেন। পক্ষান্তরে তাদের কোনো মন্দ আচরণ শিশুর মাঝে সংক্রমিত হলে বড়রাও গোনাহগার হবেন। মালিক ইবনে দীনার রাহ. এক লোককে দেখলেন, অসুন্দর নামায পড়ছে। তিনি তখন বললেন-

 ما أرحمني بعياله আহা! এর পরিবারের জন্য করুণা হচ্ছে! প্রশ্ন করা হল,

يا أبا يحيى يسيئ هذا صلاته وترحم عياله!

জনাব, নামায অসুন্দর এর, অথচ আফসোস করছেন এর পরিবারের জন্য! তিনি বললেন- إنه كبيرهم، ومنه يتعلمون

এ-ই তো ওদের বড়। এরই কাছ থেকে তো ওরা শিখবে। -হিলইয়াতুল আওলিয়া ২/৩৮৩ 

 

advertisement