Jumadal Ula 1436   ||   March 2015

যেভাবে জনপ্রিয়

Mawlana Muhammad Zakaria Abdullah

আসমা ইবনে খারিজা রাহ. আরবের একজন জনপ্রিয় দানশীল ব্যক্তি। উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সাথে তাঁর একটি কথোপকথন নিম্নরূপ:

আব্দুল মালিক : কী গুণে আপনি নেতৃত্ব লাভ করেছেন? (بم سدت الناس؟)

ইবনে খারিজা : এর জবাব তো অন্যের মুখেই সুন্দর শোনাবে।(هو من غيري أحسن)

আব্দুল মালিক : আপনার অনেক গুণের কথা শুনেছি। আপনাকে কসম দিচ্ছি, যদি না নিজের মুখে কিছু বলেন!

(بلغني عنك خصال شريفة، و أنا أعزم عليك ألا ذكرت بعضها)

ইবনে খারিজা : তবে তো না বলে উপায় নেই। (أما إذا عز مت علي فنعم)

আব্দুল মালিক : এ আপনার প্রথম গুণ। (هذ   أولها )

ইবনে খারিজা : (নিশ্চয়ই মুচকি হেসে) যখনই কেউ আমার কাছে কিছু চেয়েছে আমি একে তার অনুগ্রহ মনে করেছি। কাউকে যদি দস্তরখানে দাওয়াত করেছি তো তার প্রতি কৃতার্থ-মন নিয়েই করেছি। যে আমার মজলিসে বসেছে আমি একে আমার প্রতি অনুগ্রহ গণ্য করেছি। আর কেউ কোনো প্রয়োজন নিয়ে এলে আমি যথাসাধ্য তা পূরণের চেষ্টা করেছি। কারো কটক্তির জবাবে কটক্তি করিনি। কারণ ঐ কটক্তি যদি কোনো ভদ্র মানুষের পক্ষ থেকে হয়ে থাকে তবে তা ভুলক্রমে হয়েছে। সুতরাং আমি তা ক্ষমা করেছি। (মানী-ই তো মানীর ভুল ক্ষমা করবে।) আর যদি কোনো অভদ্র মানুষের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তার সাথে বাদানুবাদে জড়ানো থেকে নিজেকে রক্ষা করেছি।

(ما سألني أحد حاجة إلا ورأيت له الفضل علي، ولا دعوت أحدا إلى طعام إلا ورأيت له المنة علي، ولا جلس إلي رجل إلا ورأيت له الفضل علي، ولا قصدني أحد في حاجة إلا و بالغت في قضاءها، ولا شتمت أحدا قط، لأنه إنما يشتمني أحد رجلين: إما كريم فكانت منه هفوة فأنا أحق بعفوها، وإما لئيم فأصون عرضي منه)

আব্দুল মালিক : সত্যিই,নেতৃত্ব ও জনপ্রিয়তা আপনারই প্রাপ্য।

(حق لك أن تكون سيدا شريفا)

-ফাওয়াতুল ওয়াফায়াত,তরজমা নং ৬৫

 

advertisement