Jumadal Ula 1436   ||   March 2015

একটি ভুল রসম : মায়ের মাথা ছুয়ে কসম করা

অনেক সময় কোনো বিষয় কাউকে বিশ্বাস করানোর উদ্দেশ্যে কেউ কেউ মায়ের মাথা ছুয়ে কসম করে। কখনো নিজের মাথা ছুয়ে কসম করে। এটি একটি কুসংস্কার, এটা থেকে বিরত থাকা জরুরি।

মায়ের মাথা হোক আর নিজের মাথা হোক এভাবে কসম করা ঠিক নয়। 

 

advertisement