Rabiul Akhir 1436   ||   February 2015

শোকরগোযারি : বছরব্যাপী বিশেষ আয়োজন

আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ! বর্তমান সংখ্যাটি মাসিক আলকাউসারের একাদশতম বছরের প্রথম সংখ্যা। মুহাররম ১৪২৬ হি.; ফেব্রুয়ারি ২০০৫ ঈ.-এ মাসিক আলকাউসার পথচলা শুরু করে। এক এক করে আজ আলকাউসার একাদশবর্ষে। দশবছর পূর্তি উপলক্ষ্য বছরব্যাপী বিশেষ কিছু লেখা-সাক্ষাৎকার প্রকাশ করার উদ্যোগ নেয়া হয়েছে। পত্রিকার উন্নয়নে আরো কী কী পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে চলছে চিন্তা-ভাবনা। এ সংখ্যাতেও বিশেষ  কিছু লেখা ছাপা হয়েছে। আমরা পাঠকবৃন্দের দুআ, অব্যহত সহযোগিতা ও সুচিন্তিত পরামর্শ কামনা করছি। আল্লাহ তাআলা আলকাউসারকে কবুল ও মাকবূল করুন। আমীন

* এ সংখ্যায় মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব রচিত ধারাবাহিক মুসলমানদের মাঝে ঈমান ও ইসলামী ভ্রাতৃত্বের... লেখাটি প্রকাশিত হল না। আগামী সংখ্যা থেকে নিয়মিত প্রকাশিত হবে ইনশাআল্লাহ।

 

advertisement