Rabiul Auwal 1436   ||   January 2015

আরেকটি ভিত্তিহীন ঘটনা : নূহ আ.-এর প্লাবন ও বুড়ির ঘটনা

উপরের ঘটনার মত নূহ আ.-এর প্লাবন কেন্দ্রিক আরেকটি ঘটনাও সমাজে প্রচলিত আছে। নূহ আ.-এর প্লাবনের পূর্বক্ষণে এক বুড়ি নূহ আ.-কে বলল, নূহ! প্লাবনের পূর্বে আমাকে তোমার কিশতিতে নিয়ে যেও। কিন্তু নূহ আ. ঐ মুহূর্তে বুড়ির কথা ভুলে যান। আর আল্লাহর কুদরতে বুড়ি প্লাবন টেরই পায় না।

প্লাবন শেষে নূহ আ.-এর সাথে দেখা হলে বুড়ি বলল, নূহ! কী ব্যাপার তোমার প্লাবন কবে আসবে? এবার নূহ আ.-এর মনে পড়ে গেল, বুড়ি তো তাকে নিয়ে যেতে বলেছিল, কিন্তু সে সময় তো বুড়ির কথা তার মনেই ছিল না। তখন নূহ আ. তাকে বলেন, প্লাবন তো হয়ে গেছে। তখন বুড়ি বলল, কবে প্লাবন হল, আমি তো কিছু টেরই পেলাম না! নূহ আ. বললেন, আল্লাহ তাঁর কুদরতে আপনাকে বাঁচিয়েছেন।

আগের ঘটনার মত এঘটনাটিও বানোয়াট ও ভিত্তিহীন। 

 

advertisement