Rabiul Auwal 1436   ||   January 2015

দশ বছর-পূর্তি : শোকরগোযারি

আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ! বর্তমান সংখ্যাটি মাসিক আলকাউসারের দশম বর্ষপূর্তি-সংখ্যা। এক সংখ্যা এক সংখ্যা করে মাসিক আলকাউসার আজ এ মাইলফলক স্পর্শ করেছে। আশা ও ভয়, আনন্দ ও বেদনা এবং কৃতজ্ঞতা ও অপরাধবোধের এক অম্লমধুর অনুভূতি নিয়ে আমরা সিজদাবনত সেই মহান রাববুল আলামীনের পাক দরবারে, যাঁর অনুগ্রহে সকল পুণ্যকর্ম পূর্ণতা লাভ করে।

সত্যিই তো, এভাবেই বয়ে চলে জীবনের সময়, এভাবেই প্রবাহিত হয় তাঁর করুণাধারা! ইয়া আল্লাহ! আপনি যখন আমাদের এ পর্যন্ত এনেছেন তখন আপনার রেযামন্দির পথে আমাদের আরো এগিয়ে নিন। এগিয়ে নিন আমাদেরকে এবং আমাদের পরিবারের সকলকে। একইসঙ্গে আমাদের এই প্রয়াসের সঙ্গে হৃদয় দিয়ে যুক্ত আলকাউসার-এর সকল পাঠক, গ্রাহক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা ও হিতাকাঙ্ক্ষীকে আর আমাদের করুন আপনার সন্তুষ্টি ও নৈকট্যের পথে অগ্রণী ও অগ্রগামী। আমীন, ইয়া রাববাল আলামীন! 

 

advertisement