Safar 1431   ||   February 2010

উম্মাহ: আভিজাত্যের ফাঁকা বুলি

Professor Dr. A F M Khalid Hussain
Khasru Khan

ইউরোপের যে কটি দেশে সবচেয়ে বেশি বাঙালী মুসলমানের বাস্ততার মাঝে ব্রিটেন অন্যতম। সেসব দেশের মুসলমানদের ওপর বর্ণবাদী আক্রমণের আশঙ্কা প্রবল হয়ে ওঠেছে ইদানীং। এ বিষয়ক একটি খবর গত ৩০ জানুয়ারি প্রকাশিত ঢাকার একটি দৈনিকের পাঁচ-এর পাতায় দেখা গেছে। শিরোনামসহ সংবাদটি হুবহু তুলে ধরা হল। ব্রিটেনে বাঙালি মুসলমানদের মধ্যে আতঙ্ক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার থেকে : ব্রিটেনে বসবাসরত বাঙালি মুসলিম কমিউনিটির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেদেশের ইসলামবিদ্বেষীরা আসন্ন পার্লামেন্ট নির্বাচন-পূর্ব পরিবেশকে কাজে লাগিয়ে মুসলমানদের ওপর সহিংসতার মাত্রা বাড়িয়ে দিতে পারে। এ নিয়ে মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে ব্রিটেনের সর্ববৃহৎ মুসলিম সংস্থা মুসলিম কাউন্সিল অব ব্রিটেন বা এমসিবি দেশটিতে ইসলামভীতি ছড়িয়ে দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। গতকাল এমসিবি প্রধান ড. মোহাম্মদ আবদুল বারি ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালেন জনসনের কাছে লেখা এক চিঠিতে আতঙ্ক ছড়ানো এবং মুসলিমবিরোধী তৎপরতা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। চিঠিতে তিনি মুসলমানদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ব্রিটেনে সমপ্রতি মুসলমানসহ অন্যান্য সংখ্যালঘু সমপ্রদায়ের বিরুদ্ধে বর্ণবাদী ও ফ্যাসিবাদী চক্রগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। চিঠিতে তিনি অভিযোগ করেন, মসজিদ ও অন্যান্য ইসলামী কেন্দ্রের বিরুদ্ধে এসব চক্রের নানা বর্ণবাদী হামলার বিরুদ্ধে ব্রিটিশ সরকার এখনো ব্যবস্থা নেয়নি। সূত্র : ইসলাম অনলাইন সম্পাদনা : শাহজাহান কমর যতদূর জানা গেছে, কেবল ব্রিটেনই নয়, অস্ট্রেলিয়া, ইটালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশসহ প্রভাবশালী ও ‘অভিজাত’ দেশগুলোতে সামপ্রতিককালে কোথাও দেশ-বর্ণ নির্বিশেষে মুসলমানদের ওপর, কোথাও কালো, তামাটে ও বাদামী বর্ণের এশিয়ানদের ওপর স্থানীয় শ্বেতাঙ্গ বর্ণবাদীদের জীবনঘাতী হামলার ঘটনা ও হুমকি-ধমকি প্রায় নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সারা দুনিয়াকে যারা সুশাসন, শৃঙ্খলা, সন্ত্রাসমুক্ততার সবক দিয়ে যেতে গর্ববোধ করে তাদের সেসব বুলি যে বিভিন্ন সময় কতটা অন্তঃসারশূন্য থাকে, এ সংবাদটি এবং এ ধরনের ঘটনাগুলো তারই কালো দৃষ্টান্ত। এসব কালো দৃষ্টান্ত থেকে আমাদের সবারই শিক্ষাগ্রহণ জরুরি।

 

advertisement