Shawal 1435   ||   August 2014

সংশোধনী

গত সংখ্যায় ‘‘মনীষীদের স্মৃতিচারণ’’ লেখার ২য় পৃষ্ঠায় মুফতী আযম রাহ. : কিছু স্মৃতিচারণ শিরোনামের অধীনে লেখা হয়েছে-‘‘মুফতী ছাহেবের আরেকজন উস্তায হলেন বহুমুখী আত্মিক ও বাহ্যিক গুণের অধিকারী কুতুবুল আলম শাহ সূফী মাওলানা যমীরুদ্দীন নানুপুরী রাহ. (মৃত্যু : ১৪৩২ হি.)।’’

এখানে নানুপুরী শব্দ থেকে পরের অংশটি বাদ যাবে।

এ স্থানে লিখতে হবে-‘‘যিনি ছিলেন হাটহাজারীর প্রসিদ্ধ চার মুরববীর অন্যতম। জন্ম ১২৯৬ হিজরী, ইন্তেকাল ১৩৫৯ হিজরী।’’

এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখিত।

আল্লাহ আমাদের ক্ষমা করুন।

 

 

advertisement