Rajab 1435   ||   May 2014

দৃষ্টি আকর্ষণ

সম্মানিত পাঠকবৃন্দের প্রতি আলকাউসার মার্চ ও এপ্রিল ২০১৪ ঈ. সংখ্যা দুটির কিছু বিষয় লক্ষ করার অনুরোধ করা যাচ্ছে-

১। মার্চ সংখ্যার ১৯ পৃষ্ঠায় ‘‘পথের সন্ধানে’’ প্রবন্ধটির লেখকের নাম উল্লেখ করা হয়নি। লেখাটি মূলত আহকারের একটি বয়ান, যা নযরে ছানীর পর আলকাউসারে ছাপা হয়েছে। ঐ লেখায় যে কিতাবের আলোচনা এসেছে তার বাংলা ইসলাম ও আমাদের জীবন নামে মাকতাবাতুল আশরাফ ইসলামী টাওয়ার, বাংলাবাজার থেকে প্রকাশিত হয়েছে।

২। ২৫ পৃষ্ঠায় কাদিয়ানী সম্প্রদায় কেন মুসলমান নয় প্রবন্ধটির শেষ কিস্তি ছাপা হয়েছে। এ পুরো প্রবন্ধটিই হযরত মাওলানা মনযূর নূমানী রাহ.-এর লেখা। শেষ কিস্তিতে লেখকের নামের স্থানে ভুলক্রমে আহকারের নাম ছাপা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন এবং এ কারণে পাঠকবৃন্দের যে পেরেশানি হয়েছে তার জন্য আমরা মাজেরাত করছি। আল্লাহ পাঠকবৃন্দকে ছবরের উত্তম প্রতিদান দিন। আমীন।

৩। এপ্রিল সংখ্যায় একই দিনে ঈদের বিষয় ... প্রবন্ধটির ১ নং টিকার শেষ অংশ টিকার পরিবর্তে মূল লেখার মধ্যে এসে গেছে। যে কারণে কথার ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটেছে। ১৪ নং পৃষ্ঠার ৩য় কলামে বন্ধনীর মধ্যে লেখা (নিচের দিক থেকে) তৃতীয় প্যারা [একাধিক লেখক ... ইতিমধ্যে হয়ে গেছে]- এই পুরা অংশ ১নং টিকার শেষ অংশ। এ অংশকে ১ নং টিকার সাথে পড়তে হবে।

পাঠকবৃন্দকে কষ্ট দেয়ার জন্য মাজেরাত করছি।

আল্লাহ আমাদেরকে ইখলাছ ও ইতকান দান করুন। আমীন।

-মুহাম্মাদ আবদুল মালেক

 

advertisement