শাআইর বিষয়ক লেখাটির জন্য আন্তরিক অভিনন্দন
আমাদের অনেকের মনেই ইসলামের প্রতি ভালোবাসা আছে এবং সর্বাবস্থায় নিজেদের ঈমান রক্ষার তাগিদও আমরা অনুভব করি, কিন্তু আলোচিত লেখাটি পড়ে এক ধরনের অজানা ভয় চেপে বসেছে যে, না জানি, অজ্ঞতার কারণে এমন কত কাজকর্ম আমরা করে ফেলি যার কারণে-আল্লাহ না করুন- ঈমানই ক্ষতিগ্রস্থ হয়ে যায়। আমি আলকাউসার কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন করব, আগামীতেও যেন ঈমানিয়তের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোকে তারা সর্বাধিক গুরুত্ব দেন। বিশেষত বর্তমান ফেতনা-ফাসাদের যুগে ঈমান হরণকারী যেসব চক্রান্ত মুসলিম সমাজে চলছে সে বিষয়ে আমাদের মতো সাধারণ মুসলমানদের সচেতন করেন। আল্লাহ তাআলা আপনাদের উত্তম বিনিময় দান করুন। আমীন।