আমীনুল হক - পাবনা
প্রশ্ন
আমার কাছে ‘আলহিযবুল আ’যম’, মোল্লা আলী কারীর একটি নুসখা আছে, কিন্তু এর কোনো দুয়ায় হাওয়ালা নেই। এই দুআগুলোর হাওয়ালা কোথায় পাব? এই কিতাবের সব দুআর সনদ কি সহীহ?
উত্তর
মোল্লা আলী কারী রাহ. নিজের মাসাদির ও মারাজি সম্পর্কে বলেছেন। যেমন,‘আলহিসনুল হাসীন’ ইবনুল জাযারী; ‘আলআযকার’ নববী এবং ‘আলকালিমুত তাইয়িব’জালালুদ্দীন সুয়ূতী ইত্যাদি।
এই কিতাবগুলোতে প্রায় সকল দুআর হাওয়ালা পেয়ে যাবেন। ওখানে হাদীসের যে কিতাবগুলোর হাওয়ালা দেওয়া আছে তা খুলে দেখলে ঐ হাদীসগুলোও সনদসহ পেয়ে যাবেন যাতে এই দুআগুলো বর্ণিত হয়েছে। এ হাদীসগুলোর অধিকাংশই সহীহ বা হাসান।
উস্তাদে মুহতারাম হযরত মাওলানা আবদুর রশীদ নুমানী রাহ. ‘ফাতহুল আ‘আযযিল আকরাম’ নামে আলহিযবুল আযমের তাখরীজ লিখেছেন, যা জামিয়াতুল উলূমিল ইসলামিয়া বিন্নুরী টাউন-এর মজলিসুদ দাওয়াহ ওয়াত তাহকীক থেকে প্রকাশিত হয়েছে।