রবিউল আখির ১৪৩৩ || মার্চ-২০১২

মুহাম্মাদ তালিব - কুমিল্লা

প্রশ্ন

আলমুতলাকু ইয়াজরী আলা ইতলাকিহীআলমুতলাকু ইয়ানছারিফু ইলাল ফারদিল কামিল এই কায়েদা দুটির বিধান কী? কোনটা কখন জারি হবে?


উত্তর

নূরুল আনোয়ার কিতাবেই বিষয়টির সুন্দর ব্যাখ্যা আছে। তা পাঠ করুন। এরপরও কিছু বোঝার থাকলে সুনির্দিষ্টভাবে লিখুন। ইনশাআল্লাহ হল করার চেষ্টা করব। 

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন