রবিউল আখির ১৪৩৩ || মার্চ-২০১২

মুহাম্মাদ নেয়ামতুল্লাহ - হাটহাজারী, চট্টগ্রাম

প্রশ্ন

হুজুরের দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে বলছি, আপনার পরামর্শ ও লেখাগুলো আমার খুব ভালো লাগে। এজন্য নিম্নোক্ত বিষয়ে পরামর্শ চাচ্ছি।

ক) বর্তমানে ফুনূনাত পড়ার প্রয়োজন কতটুকু?


খ) উসূলে ফিকহ সহজে আয়ত্ব করার পদ্ধতি কী? এই বিষয়ে ইসতিদাদ হয়েছে কখন বুঝব? এবং এই বিষয়ে কোন কোন কিতাব বেশি উপকারী। পরিশেষে হুজুরের শিক্ষাজীবন জানিয়ে বাধিত করবেন।


উত্তর

ক) ফুনূনাত (ফুনূন)-এর তালিকা দিন। কোন কোন ফন্ন ও কোন কোন কিতাব সম্পর্কে জানতে চান লিখে পাঠালে ইনশাআল্লাহ জবাব লেখার চেষ্টা করব।

খ) আপনি উসূলুল ফিকহের কী কী কিতাব পড়েছেন লিখে পাঠান। ইনশাআল্লাহ মশোয়ারা দিব।

আমি নিজের জন্য দুআ করি, আল্লাহ তাআলা আমাকে যেন ইলমী জীবন দান করেন। এমন ইলম, যা আমার জন্য উপকারী হবে, আমার প্রক্ষে দলীল হবে, আমার বিপক্ষে দলীল হবে না। জাযাকুমুল্লাহ তাআলা। 

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন