রবিউল আখির ১৪৩৩ || মার্চ-২০১২

মুহাম্মাদ ইবাদ - মিরপুর, ঢাকা

প্রশ্ন

আশা করি ভালো আছেন। আল্লাহ পাক আপনাকে চিরজীবন ভালো রাখুন। হুজুর! আমি তাখাসসুস ফিলফিকহের সালে আওয়ালের একজন ছাত্র। আমি ফন্নী মাহারাত হাসিল করতে চাই এবং এ ফন্নকে আমার গোটা জীবনের সাথীরূপে গ্রহণ করতে চাই। এই ফন্নকে আমি অর্জন করবই ইনশাআল্লাহ। তা যেভাবেই হোক এবং যতদিনেই হোক। আর এর জন্য যা কিছু করার প্রয়োজন আমি তা করতে প্রস্ত্তত। কিন্তু আমি তো বুঝি না এবং কিছুই জানি না যে, আমাকে কি করতে হবে? হুজুরের কাছে বিনীত দরখাস্ত, দয়া করে আমাকে রাহনুমায়ি করবেন। আমাকে আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য কি করতে হবে? আমাদের এ ফাতরায় মুতালাআর কিতাব হল, ফাতাওয়া উছমানী (প্রথম খন্ড), রদ্দুল মুহতার (কিতাবুত তাহারাত), ইখতিলাফে উম্মত আওর সিরাতে মুসতাকীম, ইখতিলাফুল আইম্মাহ, আলমুখতার (প্রথম ও দ্বিতীয় খন্ড) এবং ফিকহু আহলিল ইরাক ওয়া হাদীসুহুম।

আর দরসের কিতাব হল, উসূলুল ইফতা, আদ্দুররুল মুখতার (ভূমিকা), আলইহকাম লিলকারাফী। কিতাবগুলো কীভাবে পড়লে ভালো হবে এবং এগুলো মুতালাআর সময় কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে? এই মানহাজের বাইরে আমাকে আর কী কী কাজ করতে হবে? বিস্তারিত লিখলে এই গাফেলের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আপনাকে ইলম, আমল, তাকওয়া, সিহহত ও আফিয়ত সব দিক দিয়ে সর্বোচ্চস্তরে পৌঁছে দিন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদদুনয়া ওয়াল আখিরাহ। আরো অনেক দুআ করতে ইচ্ছা হয়, কিন্তু কী দুআ করব জানি না।


উত্তর

তাখাসসুসের কোনো তালিবে ইলমের পক্ষ হতে এ ধরনের চিঠি সম্ভবত এটিই প্রথম। অথচ এ বিভাগে পত্র পাঠিয়ে কোনো কোনো মুদাররিসও বিভাগটিকে ধন্য করেছেন।

প্রথম কথা এই যে, এই উপমহাদেশের, বিশেষত আমাদের দেশে তাখাসসুস শিরোনামে যা কিছু হচ্ছে একে সফল অনুশীলন বলাও কঠিন। এ কারণে শুধু নামের দ্বারা প্রতারিত হবেন না।

দ্বিতীয় কথা এই যে, আপনি অতি ভারি প্রশ্ন করেছেন। এর জবাব অনেক দীর্ঘ। আপাতত এটুকু আরজ করছি যে, আপনি উসূলুল ইফতার ঐ নুসখা পাঠ করুন, যা হযরতুল উস্তাদের রচনা, উসূলুল ইফতা ওয়া আদাবুহু নামে প্রকাশিত হয়েছে। এটি মনোযোগের সাথে পাঠ করলে আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর পেয়ে যাবেন। ফাতাওয়া উছমানী থেকে ফতোয়া লেখার ভঙ্গি শেখার চেষ্টা করুন। ইখতিলাফে উম্মত আওর সিরাতে মুস্তাকীমথেকে আদাবুল ইখতিলাফ বোঝার চেষ্টা করুন। মতভেদপূর্ণ মাসআলার গভীরে পৌঁছার এবং তা সহজ ভাষায় আলোচনা করার যোগ্যতা অর্জনের চেষ্টা করুন। আরো কিছু করতে চাইলে মুসান্নাফে ইবনে আবী শাইবা ও শরহু মুখতাসারিত তাহাবী ইমাম আবু বকর জাসসাস থেকে দৈনিক দশ-পনের মিনিট করে মুতালাআ করুন।

সাথে সাথে ইহতিমামের সাথে দুআ করুন-

اللهم علمني الكتاب والحكمة وفقهني في الدين، اللهم اجعلني من الراسخين في العلم، اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء، اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها ونعوذ بك من هؤلاء الأربع رب زدني علما.

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন