সফর-১৪৩৩ || জানুয়ারি-২০১২

মুহাম্মাদ আহমদুল্লাহ - মাদানী নগর, ঢাকা-১৩৬১

প্রশ্ন

 প্রশ্ন : ক) আমি এ বছর শরহে বেকায়া জামাতে অধ্যয়নরত। ইদানীং লক্ষ্য করেছি, আমার কিছু ছাত্র ভাই হাদীস মুখস্থ করছে। তাই আমি যাদুত তালেবীন কিতাবটির হাদীসসমূহ মুখস্থ করতে চাচ্ছি। আমি কি এ কিতাবের হাদীস মুখস্থ করব, না অন্য কোনো কিতাব থেকে মুখস্থ করব? আর সহজ কিছু হাদীসের কিতাবের নাম জানিয়ে উপকৃত করবেন। প্রশ্ন : খ) হাদীস মুখস্থ করার সহজ নিয়ম ও এ সময় লক্ষ্যণীয় বিষয়সমূহ জানিয়ে উপকৃত করবেন।

উত্তর

উত্তর : ক ও খ) আপনি শায়খ মুহিউদ্দীন মুহাম্মাদ আওয়ামার পুস্তিকা মিন সিহাহিল আহাদীসিল কিসার দ্বারা হিফয শুরু করুন। এই কিতাবটি মাকতাবাতুল আশরাফ, বাংলাবাজার, ঢাকা থেকে অনুবাদসহ প্রকাশিত হয়েছে। এর শুরুতে বান্দার একটি দীর্ঘ ভূমিকা আছে। আশা করি, তাতে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন