মুহাম্মাদ শাহাজুল ইসলাম সিরাজ - কালিয়াকৈর, গাজীপুর
প্রশ্ন
আমি উস্তাদগণের সাথে পরামর্শ করে ফতোয়ার কিছু কিতাব সংগ্রহ করেছি। যথা : আলবাহরুর রায়েক, বাদায়েউস সানায়ে, রদ্দুল মুহতার (শামী), ফাতাওয়া তাতারখানিয়া, ফাতাওয়া হিন্দিয়া, ফাতাওয়া বাযযাযিয়া, হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকিল ফালাহ, ফাতহুল কাদীর। হযরতের নিকট আকুল আবেদন, উল্লেখিত কিতাব ছাড়া ফতোয়া-বিষয়ক অতীব প্রয়োজনীয় কিছু কিতাবের নাম জানাবেন। ইনশাআল্লাহ তা সংগ্রহ করতে চেষ্টা করব।
উত্তর
মাশাআল্লাহ! খুব ভালো কাজ করেছেন। এখন আপনার প্রধান কাজ হল, খরিদকৃত কিতাবগুলো মুতালাআ করা। কারণ এই জন্যই তো এত কিতাব সংগ্রহ করা। সংগৃহিত কিতাবগুলো পড়তে শুরু করলে আরো জরুরি জরুরি কিতাবের নাম আপনার সামনে আসতে থাকবে, যা আপনার দরকার হবে অথচ তা আপনার সংগ্রহে নেই।
আপনার সংগৃহীত প্রায় কিতাব ‘মুতাআখখিরীন’-এর। তাই ইমাম আবু হানীফা, আবু ইউসুফ, মুহাম্মাদ, ত্বহাবী, সারাখসী, জাসসাস রাহ. প্রমুখের কিতাবুগলোকেও ধীরে ধীরে আপনার সংগ্রহ-তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন।
বিভিন্ন মাকতাবা ঘুরে নতুন কিতাবাদি, ফিকহে মুকারানসহ অন্য ফিকহের কিতাবাদিও সংগ্রহ করতে পারেন। আর শুধু ফিকহী কিতাব কেন, একজন আলিমের জন্য গুরুত্বপূর্ণ ইসলামী উলূমের মৌলিক কয়েকটি কিতাব সংগ্রহে থাকাও জরুরি।
আসল কথা হল, ‘কিতাব সংগ্রহ’ বিষয়টি অনেকটা নির্ভর করে সংগ্রহকারীর প্রয়োজন ও চাহিদা এবং যওক ও মেযাজের উপর। তবে হ্যাঁ, প্রয়োজন ও যওক অনুযায়ী কোনো কিতাব পছন্দ হলে এর গ্রহণযোগ্যতা ইত্যাদি বিষয়ে কারো সাথে পরামর্শ করে নেওয়াতেও কোনো অসুবিধা নেই।