মুহাম্মাদ মাসউদুর রহমান - মাদানী নগর, ঢাকা
প্রশ্ন
দরসে নিযামীর সকল কিতাবের মুছান্নিফদের জীবনী এবং প্রসিদ্ধ মুফাসসিরীন, মুহাদ্দিসীন ও মুফতিয়ানে কেরামের সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে একটি কিতাবের নাম জানতে চাই। এমন কোনো কিতাব থাকলে অনুগ্রহপূর্বক জানাবেন।
উত্তর
আপনি একটি কিতাবের নাম জানতে চেয়েছেন। সে হিসেবে খাইরুদ্দীন যিরিকলীর আট খন্ডের‘আলআলাম’ কিংবা এর মুখতাসার আবদুল লতীফ আবদুল ওয়াহহাব বাসসাম এর ‘মুজামুল আলাম’সংগ্রহ করা যায়।
তবে দরসে নিযামীর সমস্ত কিতাবের মুসান্নিফদের জীবনী এখানে পাওয়া যাবে না। সেজন্য আপনি উর্দু ভাষায় রচিত মাওলানা আখতার রাহীর ‘তাযকারায়ে মুসান্নিফীনে দরসে নিযামী’ এবং হযরত মাওলানা মুফতী সাঈদ আহমদ পালনপুরী দা.বা.-এর ‘মাশাহিরে মুহাদ্দিসীন ও ফুকাহায়ে কেরাম’নামক পুস্তিকা দুটিও সংগ্রহ করতে পারেন।