আহমাদুল্লাহ - সিলেট
প্রশ্ন
শরহে বেকায়ার মুকাদ্দিমার একটি ইবারত হল—
فكتبت في هذا الشرح العبارة التي تقرر عليها المتن، لتغير النسخ المكتوبة إلى هذا النمط.
জানার বিষয় হল, لتغير শব্দটি কি এখানে তাফা‘উল-এর মাসদার, নাকি তাফয়ীলের মাজহুলের সীগা? বিভিন্ন জন থেকে বিভিন্ন রকম শুনেছি। অতএব অর্থগত দিক থেকে এবং মুসান্নিফের উদ্দেশ্য প্রকাশে কোন্টি সঠিক?
উত্তর
শব্দটি বাবে তাফয়ীল থেকে মাজহুলের সীগা হওয়াই মুনাসিব। কারণ এখানে উদ্দেশ্য হল, মতনের লেখক মাহমুদ ইবনে সদরুশ শরীয়াহ কতৃর্ক সর্বশেষ সম্পাদিত ও সংশোধিত নুসখা অনুসারে যেন অন্যরা তাদের পূর্ববর্তী নুসখাগুলোকে সংশোধন করে নেয়— এ কথা ব্যক্ত করা। আর এ উদ্দেশ্যটি এখানে তাফয়ীলের মাজহুলের সীগা থেকেই সাবলীলভাবে বুঝে আসে। কিতাবে فكتبت শব্দের উপরে যে হাশিয়াটি রয়েছে তা মনোযোগ দিয়ে পড়লেও বিষয়টি বুঝতে পারবেন বলে আশা করি।