শাওয়াল-যিলকদ ১৪২৮ || নভেম্বর ২০০৭

কে এম শাহাদাত হোসাইন - জামাতে কাফিয়া-শরহেজামী <br> মাদরাসায়ে আশরাফুল মাদারেস বটতলী <br> মান্দারী বাজার, লক্ষীপুর

প্রশ্ন

মুহতারাম, আমি বর্তমানে কাফিয়া জামাতের একজন ছাত্র। আমার সমস্যা হল আমি আরবী কিতাব খুব কম বুঝি, বিশেষ করে মিরকাত কীভাবে পড়লে এই কিতাব বুঝে আসবে তা জানতে চাচ্ছি। আরো পরামর্শ চাচ্ছি যে, মিরকাত কিতাব বুঝার জন্য কোন কোন বাংলা শরাহ অধ্যয়ন করতে পারি?

উত্তর

একজন তালিবে ইলমের জন্য আরবী কিতাব পড়ে বোঝার যোগ্যতা হাসিল করা জরুরি। এ বিষয়ে করণীয় সম্পর্কে শিক্ষা-পরামর্শ বিভাগে বিগত সংখ্যাগুলোতে আলোচনা করা হয়েছে। মিরকাতের ভাষা ও উপস্থাপনা সহজ। আরবী কিতাব বোঝার ইস্তিদাদ হয়ে গেলে এই কিতাব বোঝা সহজ। এরপরও যদি মিরকাত-এর আলোচনা বুঝতে অসুবিধা হয় তবে তাইসীরুল মানতিক বা আলমানতিক কিতাবে যেসব আলোচনা ও পরিভাষা উপস্থাপন করা হয়েছে সেগুলো আয়ত্ত করে নেওয়াও মোটামুটিভাবে যথেষ্ট হয়ে যায়। মিরকাত-এর কোনো বাংলা শরাহ প্রকাশিত হয়েছে কি না আমার জানা নেই।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন