রজব ১৪২৮ || আগস্ট ২০০৭

নাম প্রকাশে অনিচ্ছুক - ঢাকা

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন। আমিও আপনার দুআয় একরকম ভালো আছি। পরকথা এই যে, আমি হযরত থেকে ইতোপূর্বে অনেক সুন্দর সুন্দর পরামর্শ পেয়েছি। হযরতের জন্য তখন মন খুলে দুআ করেছি। আজও একটি পরামর্শের জন্যই কলম ধরেছি। আশা করি, হুজুর স্বীয় গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে অধমকে সহযোগিতা করবেন। .....আমার জিজ্ঞাসা হল, এ অবস্থায় আমি কি সেই হাদীসের অন্তর্ভুক্ত হব ...لا يحل لمسلم أن  অনুগ্রহপূর্বক জানাবেন। আর সুন্দর পরামর্শ দিবেন। এটাই আশা।

উত্তর

আপনি প্রশ্নে যে অবস্থা উল্লেখ করেছেন তাতে আপনি ওই হাদীসের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ আপনাকে হিফাযত করুন। আমীন।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন