শাওয়াল ১৪৪৪ || মে ২০২৩

মাহমুদুল হাসান - চট্টগ্রাম

প্রশ্ন

হুযুর! পড়তে বসলে অন্তরে শয়তানী ওয়াসওয়াসা এসে জড়ো হয়। এতে আমি খুব দুর্বল হয়ে পড়ি। মেহেরবানী করে সমাধান জানিয়ে বাধিত করবেন। জাযাকাল্লাহু খায়রান।

উত্তর

ওয়াসওয়াসা দূর করার একটি সাধারণ উপায় হল, নিজেকে সব সময় কাজে ব্যস্ত রাখা। সকল অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে থাকা এবং যথাসম্ভব নিজেকে ইলম ছাড়া অন্য সকল ঝামেলা ও ব্যস্ততা থেকে মুক্ত রাখা। সাথে সাথে নিজের মধ্যে ইলমের মহব্বত পয়দা করার চেষ্টা করুন।  অন্তরকে আল্লাহর মহব্বতে পরিপূর্ণ করুন। দৈনিক কিছু নফলের ইহতেমাম করুন। চোখ কানের হেফাজত করুন। সকাল-সন্ধ্যার মাছুর দুআ-আমলগুলো নিয়মিত করুন। বেশি বেশি নিম্নোক্ত দুআটি পড়ুন

رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ.

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন