মুহাম্মদ আনোয়ার হুসাইন - ভাষানচর, বরিশাল
প্রশ্ন
মুহতারাম হুজুর, আমার একজন উস্তাদ প্রসিদ্ধ এক আলিয়া মাদরাসার বাংলা প্রফেসর। তার স্ত্রীও মাস্টার্স (এম.এ) পাশ। তারা পূর্ণ ইসলাম মোতাবেক জীবন যাপন করতে চেষ্টা করছেন। আর তারা দুজনই কুরআন হাদীস তথা দ্বীন সম্পর্কে জ্ঞান আহরণ (গবেষণা, রিসার্চ) করতে আগ্রহী। এজন্য তারা অবসর সময়কে কাজে লাগাতে চায়।
তাই হুজুরের নিকট জানতে চাচ্ছি যে, দ্বীন সম্পর্কে জানতে বাংলা ভাষায় (তাফসীর. হাদীস ফিকাহ, দ্বীনিয়াত বিষয়ক) কোন কোন কিতাব অধ্যয়ন তাদেরকে সহায়তা প্রদান করবে, তার একটি তালিকা প্রদানের আবেদন করছি।
উত্তর
দেখুন ভাই, আপনার প্রশ্নের উদ্দেশ্য যদি দ্বীনিয়াত সম্পর্কে রিসার্চ ও গবেষণা হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন প্রসঙ্গ। এজন্য নির্বাচিত কিছু বাংলা-ইংরেজি বইয়ের তালিকা চাওয়ার কোনো অর্থ হয় না। কেননা এ কাজের জন্য নিয়মতান্ত্রিক পড়াশোনার মাধ্যমে আরবী ভাষার বিভিন্ন শাস্ত্রে বুৎপত্তি অর্জনের পর দ্বীনী শাস্ত্রসমূহেও পারদর্শিতা অর্জন করা জরুরি।
আর যদি উদ্দেশ্য হয়ে থাকে দ্বীনী ইলম হাসিল করা, তাহলে এ ধরনের কিছু নির্বাচিত কিতাবের একটি তালিকা দেওয়া যেতে পারে। তবে এর জন্য উত্তম পন্থা এই হবে যে, আপনি তাদের কাছ থেকে জেনে নিন, তারা এ যাবৎ যেকোনো ভাষায় দ্বীনিয়াত বিষয়ে কী কী কিতাব পড়েছেন। এটা জানা থাকলে কী কী কিতাব তাদের জন্য মুনাসিব হবে তা নির্বাচন করা সহজ হবে। তবে এখানে এমন কিছু কিতাবের নাম উল্লেখ করছি যা সবাই সব সময়ই তাদের অধ্যয়নে রাখতে পারেন।
১. মাআরিফুল কুরআন, মুফতী মুহাম্মাদ শফী, অনুবাদ : মাওলানা মুহীউদ্দীন খান। (আট খণ্ডে পূর্ণ তাফসীরুল কুরআন)
২. মাআরিফুল হাদীস, মাওলানা মুহাম্মাদ মুনযুর নুমানী, অনুবাদ : ইসলামিক ফাউণ্ডেশন
৩. আলআদাবুল মুফরাদ, ইমাম বুখারী, অনুবাদ : মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী
৪. বেহেশতী জেওর, অনুবাদ : মাওলানা আহমাদ মায়মূন, জামেয়া শারইয়্যাহ, মালিবাগ
৫. হায়াতুল মুসলিমীন, হাকীমুল উম্মত, মাওলানা আশরাফ আলী থানভী রহ.
৬. মাওয়ায়েজে আশরাফিয়া, অনুবাদ : এমদাদিয়া লাইব্রেরী, চকবাজার।
৭. দ্বীন ও শরীয়ত, মাওলানা মুহাম্মাদ মনযুর নুমানী
এ ক’টি কিতাবের নাম লিখলাম। আপনি যদি বিষয়টি জেনে আমাকে লিখেন, তাহলে আরও সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া যাবে। এখনই তা পারলাম না বলে দুঃখিত। আশা করি কষ্ট নেবেন না।