জুমাদাল উলা ১৪২৮ || জুন ২০০৭

মুহা. হাসান আলী - চরব্রক্ষগাছা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

প্রশ্ন

আমি জামায়াতে কাফিয়ার একজন ছাত্র। দুঃখের বিষয় এই যে, আমি ভালোভাবে ইবারত পড়তে পারি না। একলাইনে দুই-তিনটি ভুল হয়। আমি  যদি গভীর চিন্তা ভাবনা করে পড়ি, তাহলে এক কিতাব পড়তেই পুরো সময় চলে যায়। অন্য কিতাব পড়া হয় না। আর যদি সব কিতাব পড়ি তাহলে আমার ইবারত ঠিক করা হয় না। তাই আপনার কাছে আমার অনুরোধ এই যে, এখন আমি  কী করবএ বিষয়ে পরামর্শ দিয়ে আমাকে সুন্দর ভবিষ্যতের পথ দেখাবেন।

উত্তর

এ প্রসঙ্গে মূল পরামর্শ আপনার তালীমী মুরব্বীর কাছ থেকেই নিতে হবে। তিনি যেহেতু আপনার বিস্তারিত অবস্থা জানেন, তাই তিনিই আপনাকে বাস্তবসম্মত পরামর্শ দিতে পারবেন। আমি সংক্ষেপে এটুকু বলতে পারি যে, আপনি উস্তাদের কাছ থেকে জেনে নিন, এ জামাতের বুনিয়াদী কিতাব কোন কোনটি। তারপর ওই কিতাবগুলোর পিছনে বেশি সময় দিন। আর ইবারত সঠিক পড়তে পারা এবং কিতাবী ইস্তেদাদ তৈরি করার জন্য আপনার পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত কোনো কিতাব কিংবা আপনার তালীমী মুরব্বীর পক্ষ থেকে নির্বাচিত পাঠ্যসূচীর বাইরেই কোনো কিতাবকে কেন্দ্র করে মেহনত জারি রাখতে হবে। ইনশাআল্লাহ এতে আপনার সমস্যার সমাধান হবে। আল্লাহ তায়ালা তাওফীক দান করুন।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন