মুহা. লুৎফুর রহমান - জামাত: আলিয়া ২য় বর্ষ<br> জামেয়া দরগাহ্ মাদরাসা, সিলেট
প্রশ্ন
আমার বড় আশা ভালো আলেম হয়ে কুরআন, হাদীসের ব্যখ্যা জানব এবং সে মুতাবিক আমার জীবন গড়ে তুলব, যেন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওপর সন্তুষ্ট হন, কিন্তু আমি অনেক চেষ্টা সাধনা করেও উস্তাদদের তাকরীর বা যে কিতাব মুতালাআ করি তা থেকে অর্জিত মাসআলাগুলি মনে রাখতে পারি না। আমি অনেক চেষ্টা করেছি তার কারণ খঁুজে বের করার জন্য, তবে ব্যর্থ হয়েছি। বুযুর্গর পরামর্শানুযায়ী কাজও করেছি, কিন্তু কোনো ফল পাই বলে বুঝতে পারছি না। আপনি এ ব্যাপারে কোনো উপদেশ দিলে রাহবার মনে করে করতাম।
শেষ অনুরোধ, আপনি আমাকে কিছু নসীহত করলে অত্যন্ত উপকৃত হতাম। আপনি আমার জন্য দুআ করবেন।
উত্তর
খুবই ভালো লক্ষ্য স্থির করেছেন। আল্লাহ আপনাকে তাওফীক দিন এবং কবূল করুন। আমি আপনার জন্য দুআ করছি। আপনি নসীহত করতে বলেছেন। আমার নসীহত হল, সবর ও ধৈর্যের সঙ্গে আসাতিযায়ে কেরামের নির্দেশনা মোতাবেক আমল করতে থাকুন। অধৈর্য হয়ে পরিশ্রম ছেড়ে দেওয়া বা পরিশ্রম কমিয়ে দেওয়া উন্নতির পথে অনেক বড় প্রতিবন্ধক। এ থেকে বেঁচে থাকা জরুরি।
اندريں راہ مى تراش ومى خراش + تا دم آخر دمے فارغ مباش