হাফেজ সাজেদুল কারীম - মোমেনশাহী
প্রশ্ন
আমি একজন মিযান জামাতের ছাত্র। বর্তমানে আমি যে নেসাবে লেখা ও পড়া করছি সেটি হচ্ছে বেফাক কতৃর্ক প্রণীত নেসাব। বর্তমানে আর একটি নতুন নেসাব রয়েছে যা হযরত মাওলানা আবু তাহের মিছবাহ সাহেব প্রণীত যাকে মাদানী নেসাব বলা হয়।
এখন আমার প্রশ্ন হল এই দুটি নেসাবের মধ্যে বর্তমান যুগের চাহিদা অনুযায়ী কোন নেসাবটা প্রযোজ্য। বিষয়টি নিয়ে কিছু দিন ধরে দ্বিধা-দ্বন্দে ভুগছি। তাই সঠিক সিদ্ধান্তটি জানালে উপকৃত হতাম।
উত্তর
মেরে দোস্ত, এ বিষয়ে চিন্তা ভাবনায় পড়তে তোমাকে কে বলেছে? এ বিষয়ে চিন্তা গবেষণার জন্য বড়রা রয়েছেন। তোমার যদি ইচ্ছা হয় তাহলে তোমার তালীমী মুরব্বীর পরামর্শক্রমে আগামী বছর মাদরাসাতুল মাদীনায় ভর্তি হয়ে যেও। কিন্তু কোন নেসাব বর্তমান যুগে বেশি উপযোগী তা নির্ণয় করার বিষয়টি বড়দের উপর ছেড়ে দাও।