মুহাম্মাদ ফাহীম - মারকায মাদরাসা, চাপাইনবাবগঞ্জ
প্রশ্ন
বাদ সালাম হযরতের নিকট জানার বিষয় হল-
سراجي ও نور الأنوار -এর সাথে কী কী কিতাব মুতালাআ করতে পারি?
উত্তর
السراجي কিতাবের সাথে শায়েখ মুহাম্মাদ আলী সাবূনী রাহ.-এর المواريث في الشريعة الإسلامية في ضوء الكتاب والسنة কিতাবটি মুতালাআ করতে পারেন। এটি এ বিষয়ে সাবলীল ও সহজবোধ্য কিতাব। আর যথাসম্ভব মাসআলাগুলো কুরআন-সুন্নাহর ‘নুসূসের’ সাথে মিলিয়ে পড়–ন। এক্ষেত্রেও কিতাবটি থেকে ইস্তিফাদা করতে পারবেন। ‘মাআরিফুল কুরআন’ (মুফতী মুহাম্মাদ শফী রাহ.)-এ মিরাছের আয়াতসমূহের তাফসীরও দেখে নিতে পারেন। এ ছাড়া মাওলানা ছামীরুদ্দীন কাসেমী ছাহেবের ثمرة الميراث -ও মুতালাআ করে নিতে পারেন।
‘নূরুল আনওয়ার’-এর বিষয়ে আগেও একাধিকবার আরয করা হয়েছে। এ কিতাবের সঙ্গে ড. আবদুল কারীম যাইদানকৃত الوجيز في أصول الفقه অথবা শায়েখ আবু যাহরা মিশরীর أصول الفقه পড়তে পারেন। সঙ্গে ড. মুহাম্মাদ সুলাইমান আশকরের الواضح في أصول الفقه للمبتدئين -এর সহযোগিতায় আয়ত্তকৃত উসূলের অনুশীলনের চেষ্টা করুন। এসব কিতাবের কোনো বিষয় ‘অপরিচিত’ মনে হলে উস্তাযের কাছে জেনে নেবেন; নিজের বুঝের উপর নির্ভর করবেন না।