আতাউল কারীম - কুমিল্লা
প্রশ্ন
গত মুহাররম সংখ্যায় আমরা প্রসিদ্ধ কয়েকজন কুফী ও বসরী নাহুবিদের পরিচয় এবং তাদের রচিত কিছু কিতাবের নাম জেনেছি। আলহামদু লিল্লাহ আমি এর দ্বারা উপকৃত হয়েছি। আমি জানতে চাচ্ছি, কুফী ও বসরী নাহুবিদদের মধ্যে মুখতালাফ ফীহ মাসায়েল নিয়ে আলাদা কোনো সংকলন আছে কি? জানালে উপকৃত হব।
উত্তর
মুতাকাদ্দিমীন লুগাবী আলেমদের এ বিষয়ে প্রচুর সংকলন রয়েছে। ছেপে আসা প্রসিদ্ধ দুটি কিতাবের নাম এখানে পেশ করছি। একটি হল আবুল বারাকাত আল আমবারী (৫৭৭ হি.) রাহ.-এর-
الإنصاف في مسائل الخلاف بين النحويين البصريين والكوفيين.
১৯৪৫ ঈ. সন থেকে এ যাবৎ কিতাবটি অনেকবার ছেপেছে।
অপরটি বসরী তরীকার প্রসিদ্ধ ইমাম আবুল বাকা আলউকবারী রাহ. (৬১৬ হি.)-এর
التبيين عن مذاهب النحويين البصريين والكوفيين.
১৪০৬ হিজরীতে বৈরুতের ‘দারুল গারবিল ইসলামী’ থেকে এটি ছেপেছে।