মুহাররম ১৪৪৪ || আগস্ট ২০২২

আশরাফ আলী - খুলনা

প্রশ্ন

আমি শরহে বেকায়া জামাতের তালিবুল ইলম। জানার বিষয় হল, شرح الوقاية কিতাব পরিপূর্ণ বুঝার জন্য কোন্ আরবী শরাহ বেশি উপকারী হবে? সাথে সাথে السعاية নামক শরাহটি কীভাবে পড়ব?

উত্তর

শরহে বেকায়া কিতাব বুঝার জন্য আপনি লখনবী রাহ.-এর হাশিয়া عمدة الرعاية মুতালাআয় রাখুন। আর السعاية কিতাব এখন মুতালাআ করার প্রয়োজন নেই। عمدة الرعاية কিতাবের কোনো মাসআলার দালীলিক আলোচনায় সন্দেহ হলে মাসআলাটি آثار السنن থেকে দেখে নেবেন এবং উস্তাযের কাছ থেকে  বিষয়টি হল করে নেবেন।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন