যিলহজ্ব ১৪২৭ || জানুয়ারি ২০০৭

মুহাম্মাদ আব্দুল মতিন - তেলীনগর মাদ্রাসা, বি.বাড়িয়া

প্রশ্ন

আমি হিদায়াতুন্নাহব-এর একজন ছাত্র। আমরা সাধারণত যে বানানে আরবী লিখি তা শুদ্ধ ও رسم الخط অনুযায়ী হওয়া স্বত্ত্বেও কুরআনের লেখার নিয়মের সাথে মেলে না কেন জানতে চাই।

উত্তর

অনেকগুলো কারণ ও মাসলাহাতে কুরআনে কারীমের রাসমুল খাতবা লিখনপদ্ধতি المصحف الإمام-এর মত রাখা জরুরি। এর উপরই সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত মুসলিম উম্মাহর তাআমুল বা কর্মধারা বিদ্যমান রয়েছে। এই লিখনপদ্ধতিতে যে কোন ধরনের পরিবর্তনে অনেক সমস্যা রয়েছে। তাই একে অপরিবর্তিত রাখাই সর্বস্বীকৃত বিষয়।

অন্যদিকে সাধারণ লেখালেখিতে নিয়মনীতি সর্বযুগে অভিন্ন রাখার কোন দ্বীনী প্রয়োজনও নেই, দুনিয়াবী উপকারিতাও নেই। তাই প্রতি যুগেই সময়ের রুচি অনুযায়ী সহজতার লক্ষ্যে তাতে পরিবর্তন হতে পারে এবং হয়েছে।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন