সফর ১৪৪১ || অক্টোবর ২০১৯

মুহাম্মাদ তানভীর হাসান জাকারিয়া - মুহাম্মাদপুর, ঢাকা

প্রশ্ন

এ বছর শরহে জামী জামাতে আমরা  نفحة العرب কিতাব পড়ছি। তরজমা তোলা ছাড়া আরবী ইবারত আমরা পড়ে পড়েই বুঝতে পারি। সুতরাং এ কিতাব থেকে আমাদের কী ইস্তে‘দাদ হাসিল করতে হবে? এবং এ কিতাবটি কীভাবে পড়লে উক্ত উদ্দেশ্য হাসিল হবে?

উত্তর

এই কিতাবের উদেশ্য হল, হালকা ও সহজ-সরল আরবী গদ্য অধ্যয়নের মধ্য দিয়ে ধীরে ধীরে আরবী সাহিত্যের সাথে তালিবে ইলমদের সম্পর্ক গড়ে তোলা। সুতরাং এই কিতাবের নিছক তরজমা পড়াই যথেষ্ট নয়; বরং নি¤েœাক্ত বিষয়গুলোর ইহতেমাম করা দরকার।

১. নতুন শব্দাবলীর আভিধানিক ও ব্যবহারিক অর্থ জানা। ফেয়েল হলে তার বাবের পরিচয় এবং ইসম হলে তার মুফরাদ ও জমার পরিচয় এবং এসবের ব্যবহার সম্পর্কে জানা।

২. নতুন আন্দাযের বাক্যসমূহের নাহবী তারকীব করা।

৩. সরফ ও নাহুর উসূল ও কাওয়ায়েদের ইজরা বা প্রায়েগিক অনুশীলন।

৪. নিত্য-নতুন শব্দ ও বাকরীতি মুখস্থ করা এবং তা বিভিন্ন আরবী বাক্যে ব্যবহারের অনুশীলন।

৫. আরবী আদবের যে কোনো কিতাব অধ্যয়নের মাধ্যমে তালিবে ইলমের এই ইস্তে‘দাদ অর্জন করা দরকার যে, কথাবার্তায় সে অনায়াসে আরবী শব্দ ও বাক্য ব্যবহার করতে পারবে এবং তার আরবী বলার সংকোচ ও জড়তা দূর হবে।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন