নূর আহমদ বিন সালেহ - ডেমরা, ঢাকা
প্রশ্ন
ক. ছোটবেলা বাংলা বইয়ে পড়েছি, ‘উদ্দেশ্যহীন জীবন মাঝীবিহীন নৌকার মত’ উস্তাযগণের বয়ানের মাধ্যমে বিষয়টি আরো সুস্পষ্ট হয়েছে, তবে উদ্দেশ্য নির্বাচনে সিদ্ধান্তহীনতায় ভুগছি। অর্থাৎ তালীমী জীবনে কোন্ ফনের উপর বিশেষ করে মেহনত করব। কখনো একটি ফনকে নির্ধারণ করি কিন্তু কিছুদিন পর আবার মন ঘুরে যায়, তাই হুযুরের কাছে জানতে চাই, লক্ষ্য কীভাবে নির্ধারণ করব? এবং লক্ষ্যপানে এগিয়ে যেতে কী পন্থা অবলম্বন করব?
খ. আমি চাচ্ছি জালালাইন জামাত থেকে দারুল উলূম দেওবন্দে পড়ব, তবে আমাদের উস্তাযগণ বলে থাকেন এখান থেকে দারুল হাদীস পড়ে যেতেÑ এর কারণ কী? এ ব্যাপারে হুযুরের মতামত কী? এমতাবস্থায় আমার করণীয় কী হতে পারে?
আল্লাহ তাআলা হুযুরকে নেক হায়াত দান করুন এবং মিল্লাতের অপূর্ণ কাজগুলো পূর্ণ করার তওফীক দান করুন এবং আমাদেরকে কিয়ামতের দিন তালিবে ইলমের কাতারে শামিল করুনÑ আমীন।
উত্তর
ক. আপনি এত পেরেশান কেন?! ঠিক এখনই বিশেষ কোনো ফনকে নির্ধারণ করার কী প্রয়োজন? দাওরায়ে হাদীস বা মেশকাত পর্যন্ত মাদরাসায় যে নির্ধারিত নেসাব ও নেযাম রয়েছে সে অনুসারেই আপনার চলা উচিত। এখন সময় হল মৌলিক ইসতি‘দাদ তৈরি করার। বিশেষ কোনো ফন চর্চা তো আরো পরের বিষয়। এখন আপনার কর্তব্য হল, মাদরাসার নেযাম মেনে চলা, উসতাযগণের তালীম ও তারবিয়াতের মাধ্যমে নিজেকে গড়ে তোলা এবং মৌলিক যোগ্যতাকে পাকাপোক্ত করা। আল্লাহ তাআলা আপনাকে কামিয়াব করুন।
খ. এ বিষয়ে উস্তাযদের পরামর্শ মেনে চলাই কর্তব্য। এর পক্ষে যুক্তি-প্রমাণ কীÑ তা জানার সময় এখন নয়।