আবু মুহাম্মদ - ধুলেরচর, সদর, টাঙ্গাইল
প্রশ্ন
আল্লাহ তাআলা সিহহাত ও আফিয়াতের সাথে নেক হায়াত দারায করুন এবং হুযুরের খেদমতকে কবুল করুন- আমীন!
হুযুরের কাছে আমার জানার বিষয় হল : أخلص دينك يكفك العمل القليل এই হাদীসে يكفك শব্দের ‘ফা’ এবং ‘কাফ’ এর মাঝে ‘ইয়া’ হরফযোগে يكفيك পড়তে হবে? নাকি ‘ইয়া’ বাদ দিয়ে يكفك পড়তে হবে? কোন্টি সঠিক এবং এর কারণ কী? তাহকীক ও কাওয়ায়েদসহ জানালে কৃতজ্ঞ হব।
কেননা বিষয়টি নিয়ে দীর্ঘদীন যাবৎ আমাদের কছিু সাথীদের মাঝে দ্বিমুখী বক্তব্য চলে আসছে। সাথে হাদীসটির হাওয়ালা ও মান উল্লেখ করলে উপকৃত হব।
হুযুরের নিকট আমার ইলমী-আমলী তারাক্কীর জন্য দুআর দরখাস্ত। জাযাকুমুল্লাহু খাইরান।
উত্তর
يكفك শব্দটি মূলত يكفيك ছিল কিন্তু এটি أخلص আমরের সীগার জওয়াব হওয়ার কারণে ‘ইয়া’ হরফটি হযফ হয়েছে। কারণ ‘ইয়া’ হরফটি হরফে ইল্লত, আর নাহবের প্রসিদ্ধ কায়েদা হল, হরফে ইল্লতের ইরাব জযম হলে সেটি হযফ হয়ে থাকে। ইমাম মুনাবী রাহ. ফয়যুল কাদীর গ্রন্থে (১/২৮০) উপরোক্ত হাদীসের ব্যাখ্যায় লিখেছেন-
(يكفك) بالجزم جواب الأمر، و في نسخ يكفيك بياء بعد الفاء، ولا أصل لها في خطه.
হাদীসটি বর্ণনা করেছেন ইবনু আবীদ দুনিয়া ‘কিতাবুল ইখলাস’-এ, ইমাম হাকেম ‘আল-মুস্তাদরাক’ গ্রন্থে (৪/৩০৬) এবং ইমাম বায়হাকী ‘শুআবুল ঈমান’ গ্রন্থে (৫/৩৪২, ৬৮৫৯)।