মুহাম্মাদ হাসীব আশরাফ - পিরোজপুর
প্রশ্ন
আমি একজন শরহে বেকায়ার তালিবুল ইলম। আপনার কাছে কয়েকটি বিষয় জানতে চাই।
১. আমাকে এমন কিছু আরবী আদব সংক্রান্ত কিতাবের নাম বলে দিবেন যা আমার বর্তমান ও ভবিষ্যতের জন্য মুফীদ হবে এবং সাথে সাথে তা মুতালাআ করার তরীকাও বলে দিবেন মেহেরবানী করে।
২. মুতালাআর মৌলিক উসূল কয়টি ও কী কী?
৩. তরজমাতুল কুরআনিল কারীমের ক্ষেত্রে কয়টি জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে?
উত্তর
(ক) আদবের যেসব কিতাব নেসাবের অন্তর্ভুক্ত রয়েছে সেসবের মুতালাআর পদ্ধতি সম্পর্কে একাধিকবার আলকাউসারের শিক্ষার্থীদের পাতায় লেখা হয়েছে এবং এ বিষয়ের কিছু কথা ‘তালিবানে ইলম : পথ ও পাথেয়’ নামক বইটিতেও এসেছে। এছাড়া আরবী আদবের মৌলিক উৎসগ্রন্থ সম্পর্কে জানার জন্য ওয়াযেহ রশীদ নদভী-এর مصادر الأدب العربي নামক রিসালাটি দেখতে পারেন। আর বর্তমানে ইযাফী মুতালাআর জন্য নিজ উস্তাযের পরামর্শে শায়েখ আলী তানতাবী রাহ.-এর কিছু আদবী ও দাওয়াতী রিসালা মুতালাআ করতে পারেন। আর আলকাউসারের (রবিউল আউয়াল-রবিউস সানি/ জানুয়ারি ২০১৬) সংখ্যায় আরবী সাহিত্যচর্চা সম্পর্কে একটি প্রবন্ধ ছাপা হয়েছে। সেখান থেকেও আপনার উস্তাযের পরামর্শে কোনো কিতাব নির্বাচন করা যেতে পারে। (খ) মুতলাআর অনেক প্রকার ও ধরন রয়েছে। এক. দরসী মুতালাআ দুই. দরসী কিতাবের প্রয়োজনে উস্তায দরসে যেসব কিতাব মুতালাআর জন্য বলেন সেসবের মুতালাআ। তিন. ইযাফী মুতালাআ। এরপর রয়েছে দায়েমী মুতালাআ ও মওসুমী মুতালাআ এবং যেসব বিষয় দরসের অন্তর্ভুক্ত নয় অথচ তা প্রয়োজনীয় সেসবের মুতালাআ ইত্যাদি। সুতরাং কোন্ ধরনের মুতালাআ সম্পর্কে আপনার প্রশ্ন তা সুনির্দিষ্টভাবে জানালে সে সম্পর্কে আলোচনা করা যাবে। আর মুতালাআ বিষয়ে কিছু জরুরি বিষয় আলকাউসারের পেছনের একাধিক সংখ্যায় লেখা হয়েছে সেসব লেখাও তালাশ করে পড়তে পারেন। (গ) তরজমাতুল কুরআনিল কারীমের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হয়েÑ ১. بيان اللغة শব্দ বিশ্লেষণ। এর জন্য লুগাতুল কুরআনের কিতাব দেখতে হবে। যেমন রাগেব আসফাহানীর المفردات في غريب القرآن এবং উর্দু ভাষায় মাওলানা মুহাম্মাদ আব্দুর রশীদ নু‘মানী রাহ.-এর لغات القرآن । ২. بيان الإعراب-এর জন্য দেখতে হবে إعراب القرآن বিষয়ক কিতাবাদি।