মুহাম্মাদ ইয়াসিন হামিদ - লক্ষীপুর
প্রশ্ন
মুহতারাম, আল্লাহ তাআলা আপনার বরকতময় ছায়াকে দীর্ঘায়িত করুন। আমি মাদরাসা দারুর রাশাদের ২য় বর্ষের একজন তালিবুল ইলম। একটি বিষয় ভালোভাবে বুঝার চেষ্টা করছি। * উসূলুশ্ শাশী কিতাবের মুসান্নিফ ইমামে আযমের নামের পর রাহ. না বলে রা. বললেন কেন? * ‘রাযিআল্লাহু আনহু’ কি সাহাবাদের জন্য নির্দিষ্ট? * যদি সাহাবাদের জন্য নির্দিষ্ট হয় তাহলে সমাধান কী? হযরত যদি আমাকে এই বিষয়ে সমাধান দিতেন তাহলে আমি ভীষণ উপকৃত হতাম। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আমীন।
উত্তর
كلمة الترضي সাধারণত সাহাবীদের জন্য ব্যবহার করা হয় এবং كلمة الترحم ব্যবহার করা হয় আল্লাহ তাআলার অন্যান্য নেক বান্দা ও আহলে ইলমদের জন্য। কিন্তু শব্দ দুটি কোনো একটির জন্য খাস নয়। উভয়টি দুআর শব্দ। তাই كلمة الترضي সাহাবী ছাড়া অন্যদের জন্যও ব্যবহার হয়ে থাকে।