মুহাম্মাদ আবদুর রহীম শাহ - উত্তর যাত্রাবাড়ি, ঢাকা
প্রশ্ন
হযরত আমি নাহু-ছরফ বিভাগের একজন ছাত্র। আমি নাহু-ছরফ মোটামুটি বুঝি। এখন আমাদেরকে মুখতারাত পড়ানো হচ্ছে।
আমার সমস্যা এই যে, অনেক সময় ইবারতের মাজাযী অর্থ মুরাদ হওয়ার কারণে মাফহুম বুঝে আসে না। অতএব কিতাবটি কীভাবে পড়লে উল্লেখিত সমস্যার সমাধান হবে জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
যদি সমস্যা শুধু ‘মাজাযী মা’না’ না-বোঝাটাই হয়ে থাকে তাহলে আপনি যামাখশরী রাহ.-এর‘আসাসুল বালাগা’ থেকে সাহায্য নিতে পারেন। আসলে সঠিকভাবে ইবারত বোঝার জন্য সে ভাষার শব্দ, অর্থ ও শৈলী, সবগুলোর সঙ্গেই পরিচয় থাকা অপরিহার্য। একই সাথে যে ভাষায় বোঝা হচ্ছে তার সঙ্গেও পর্যাপ্ত পরিচয় থাকা জরুরি। ভালো হয় যদি ‘উসূলুত তরজমা’ সর্ম্পকেও কিছু ধারণা থাকে।
প্রাথমিক পর্যায়ে ‘মুখতারাত’ কীভাবে পড়তে হবে সে সম্পর্কে আলকাউসারের এপ্রিল ’০৭ সংখ্যায় লেখা হয়েছে। আশা করি, ওই আলোচনাটা পড়ে নিবেন।