মুহাররম ১৪৩০ || জানুয়ারী ২০০৯

মুহাম্মাদ সাঈদুর রহমান বিন সিদ্দীকুর রহমান - ঢাকা

প্রশ্ন

(ক) আমি জালালাইন জামাতের একজন ছাত্র। আমার সবচেয়ে বড় সমস্যা হল (যা ইতিপূর্বে কখনও হয়নি) আমি অত্যন্ত আগ্রহের সাথে একটি মাদরাসায় ভর্তি হয়েছি। কিন্তু একাকি থাকার কারণে লেখাপড়ায় বিশেষ করে মুতালাআয় কোনোক্রমেই মন বসছে না। যখনই একটু কিতাব নিয়ে বসি তখনই নানারকম চিন্তা আমার মনকে আচ্ছন্ন করে এবং নিজেকে একাকি ভেবে বড় অসহায় বোধ হয়। তখন নিরবে অশ্রু ঝরানো ছাড়া আর কোনো উপায় থাকে না। এককথায় এখানে কোনোভাবেই আমার মন টিকছে না। তাছাড়া নদভী রাহ. বলেছেন, (যার মাফহুম হল) মাদরাসার পড়া যদি তোমার কাছে ভালো না লাগে তাহলে সোজা বাবা-মার কাছে বল যে, এখানে আমার ভালো লাগছে না। আমার জন্য অন্য ব্যবস্থা নিন। কেননা, তোমার মনঃপুত না হলে শুধু শুধু সময় নষ্ট হবে। আর এতে কোনো লাভ নেই। কিন্তু এখন যে অন্য কোথায়ও ভর্তি হওয়ারও সুযোগ নেই কিংবা থাকলেও তা হবে বাবা-মার অসন্তুষ্টিতে। সুতরাং এমনই দুর্যোগময় মুহূর্তে আমি কী করতে পারি? ভাঙ্গা মন নিয়েই কি থেকে যাব? নাকি এর জন্য অন্য কোনো পথ আছে? এ ব্যাপারে কিছু পরামর্শ দিয়ে উপকৃত করবেন।

খ) আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তির কথা আমি যখন থেকে শুনেছি তখন থেকেই দৃঢ় প্রতিজ্ঞা করেছি আপনার মতো বড় না হতে পারলেও আপনার চেয়ে অনেক বড় হব ইনশাআল্লাহ। এমনকি উলূমে হাদীসের উপর দক্ষতা অর্জনের জন্য আপনার সান্নিধ্যে থেকে কিছু ফায়দা হাসিলের চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমীন।

সুতরাং এখন থেকেই প্রস্ত্ততি হিসাবে কী পন্থা অবলম্বন করতে হবে জানিয়ে উপকৃত করবেন।


 


উত্তর

ক) মুরববীদের মশোয়ারা অনুযায়ী কাজ করুন। আল্লাহ আপনার নুসরত করবেন। আল্লাহ তাআলার কাছে মনোযোগ ও স্থিরতার জন্য দুআ করুন এবং চিন্তাকে বিক্ষিপ্ত করে-এমন সকল কথা, কাজ ও চিন্তা থেকে কষ্ট করে হলেও নিজেকে দূরে রাখুন। দুআ ও মুজাহাদাই সকল সৌভাগ্যের চাবিকাঠি।

كن رجلا رجله في الثرى + وهامة همته في الثريا

খ) এ বছর জালালাইনের সঙ্গে আবু শাহবা রাহ.-এর কিতাব আল ইসরাঈলিয়্যাত ওয়াল মওযূআত ফী কুতুবিত তাফসীর অধ্যয়ন করুন। আগামী রমযানে আল মাদখাল ইলা উলূমিল হাদীসিশ শরীফ ও আলবিযাআতুল মুযজাত (মুকাদ্দিমায়ে মিরকাতুল মাফাতীহ, মুলতান থেকে প্রকাশিত সংস্করণ) অধ্যয়ন করুন। এরপর আলমাদখাল-এর পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে সামনে অগ্রসর হোন। আল্লাহ তাআলা তাওফীক দান করুন।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন