মাওলানা মুহাম্মাদ সাইফুল্লাহ - পাইকপাড়া, খুলনা
প্রশ্ন
ইমাম ইবনে তাইমিয়া রাহ.-এর আকীদাগত কিছু সমস্যার কারণে তাকে বাতিল বলা হবে? নাকি এগুলোকে তার ইজতিহাদী ভুল বলা হবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
উত্তর
ইমাম ইবনে তাইমিয়া রাহ. (৭২৮ হি.) কে নয়, তার ভুল সিদ্ধান্তগুলোকে ভুল বলা হবে এবং এটা বলাও হয়েছে। তাঁর ইজতিহাদী মতামত, ইজতিহাদী ভুলত্রুটি এবং সাধারণ ভুলত্রুটি সম্পর্কে অনেক রচনা বিদ্যমান রয়েছে। কখনও এই বিষয়ে মুতালাআর প্রয়োজন হলে জেনে নিবেন।