যিলহজ্ব ১৪৩৫ || অক্টোবর ২০১৪

আমানুল্লাহ আল মাহমুদ - হাটহাজারী, চট্টগ্রাম

প্রশ্ন

বাদ তাসলীম আরয এই যে, হাদীস শরীফ অধ্যয়নের পরও যে আমাদের ফিকহ ও ফুকাহার শরণাপন্ন হওয়া প্রয়োজন এবং ফিকহে ইসলামের যথেষ্ট গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। এই বিষয়ে কুরআন ও হাদীসের আলোকে এবং সালাফে সালিহীনের উক্তিসহ বিস্তারিত তথ্য-উপাত্ত্বসহ জানতে কোন কোন কিতাব মুতালাআ করতে পারি? এই বিষয়ে একক কোনো প্রবন্ধ-নিবন্ধ আছে কি না? এ ব্যাপারে সুপরামর্শ দিয়ে উপকৃত করতে হুযুরের একান্ত মর্জি কামনা করছি।

আল্লাহ হুযুরকে যুগোপযোগী খেদমতের ওছিলায় কবুল করুন। আমীন।

উত্তর

এ বিষয়ে মৌলিক কিছু কথা ও নির্দেশনা নিম্নোক্ত লেখাগুলোতে দেখতে পারেন।

১. মাযহাব ও তাকলীদ কি ও কেন (অনুবাদ : মাওলানা যয়নুল আবেদীন)-এর ভূমিকা, যা মাকতাবাতুল আশরাফ, বাংলাবাজার থেকে প্রকাশিত। ২.‘নবীজীর নামায’ (অনুবাদ : মাওলানা যাকারিয়া আব্দুল্লাহ, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত)-এর ভূমিকা। ৩. উম্মাহর ঐক্য : পথ ও পন্থা, যা মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা থেকে প্রকাশিত।

 

৪. শায়খ মুহাম্মদ আওয়ামা কতৃক রচিত ‘আছারুল হাদীসীশ শরীফ’ ও ‘আদাবুল ইখতিলাফ ফি মাসায়িলিল ইলমি ওয়াদদ্বীন’।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন