মুহাররম ১৪৩৫ || নভেম্বর ২০১৩

মুহাম্মাদ মুহিববুল্লাহ - মাদানী নগর মাদরাসা

প্রশ্ন

 

মুহতারাম, বর্তমানে আমি শরহে বেকায়া জামাতে অধ্যয়নরত। প্রশ্ন হলো, কুরআন শরীফের বহু জায়গায় হযরত আদম হাওয়া . এর গন্দম খেয়ে বেহেশত থেকে দুনিয়ায় আসার ঘটনা বর্ণিত হলেও পরিপূর্ণ ঘটনাটি আমার জানা নেই। তাই খুব বিব্রতকর অবস্থায় আছি।

তাই মুহতারামের নিকট আকুল আবেদন এই যে, পূর্ণ ঘটনাটি বিশুদ্ধ মাসাদের সমূহের উদ্ধৃতিসহ জানালে আজীবন কৃতজ্ঞ থাকব।  


 

উত্তর

আপনি আপাতত উর্দূ ভাষায় রচিত মাওলানা হিফজুর রহমান সিহালবী রহ. এরকাসাসুল কুরআন’- হযরত আদম (আলাইহি ওয়া আলা নাবিয়্যিনা আস সালাতু ওয়াস সালাম) সংক্রান্ত আলোচনাটি পড়তে পারেন।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন