আহমদ আবসার হুসাইন - চৌধুরিপাড়া মাদরাসা, মালিবাগ ঢাকা
প্রশ্ন
আমি শরহে বেকায়া জামাতের ছাত্র। আগের মাদরাসায় আমি খুব ভালো ছাত্র ছিলাম। তারপর খুব অসুস্থ হওয়ায় অনেক দিন পড়ালেখা করতে পারিনি। ইদানীং পড়ালেখা তেমন পারি না, কিতাব বুঝি না, পড়তে ভালো লাগে না এবং পড়ালেখায় মন বসে না। অনেক চেষ্টা করেও মন বসাতে পারি না। আমি এখন কী করব?
খুব পেরেশানিতে আছি। দয়া করে সুপরামর্শ দিয়ে বাধিত করবেন।
উত্তর
আগে আপনি ভালো তালিবে ইলম ছিলেন-এটাই প্রমাণ করে যে, আপনি এখনও একজন ভালো তালিবে ইলম। তবে অসুস্থতার কারণে আপনার ইসতিদাদে কিছুটা ধুলা পড়েছেমাত্র। এছাড়া বেশি কিছুনয়। আপনি ইস্তিগফার ও দরূদ শরীফের আমলের মাধ্যমে এই ধুলা ঝেড়ে ফেলুন এবং ‘হিম্মত’কে কাজে লাগিয়ে আবারও কোমর বেঁধে মুতালাআ, দরস ও তাকরারে মনোযোগ দিন। দেখবেন,আপনার অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে যাবে।
মনে রাখবেন, মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। তবে আর দুশ্চিন্তা কেন? আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক, যার জন্য আল্লাহ তাআলা তাওবা-ইস্তিগফার, দুআ-ইস্তিগাছা ওইস্তিআযার দরজা খুলে রেখেছেন তার আবার দুশ্চিন্তা কীসের?
আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করে পড়াশোনা শুরু করুন। অবশ্যই আপনার মন বসবে এবং আপনার অবস্থা ভালোহয়ে যাবে। আমি আপনার জন্য মন থেকে দুআ করছি।